সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সকল প্রকার কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাবেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০১ পিএম, ১ মার্চ, ২০২৪

১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সকল কোটা পুনর্বহালের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) জাতীয় জাদুঘর সংলগ্ন শাহবাগ প্রজন্ম চত্বরে এই সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুনসহ ঢাকা জেলা, চট্রগ্রাম জেলা, হবিগঞ্জ জেলা, নওগাঁ জেলাসহ সারা বাংলাদেশ থেকে আগত জেলা নেতৃবৃন্দ।

সমাবেশে সংগঠনটি সরকারের কাছে ছয় দফা দাবী পেশ করেন। দাবীতে বলেন,

১। ১ম ও ২য় শ্রেণীর সরকারী চাকুরিতে বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কোটাসহ সকল কোটা পুনর্বহাল করতে হবে।

২। স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের তালিকা দ্রুত প্রকাশ করে তাদের পরিবারের সকলের নাগরিকত্ব বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ফেরত নিতে হবে।

৩। বীর মুক্তিযোদ্ধা পরিবারদের ওপর হামলা, মামলা, হত্যা ও নির্যাতন বন্ধে বীর মুক্তিযোদ্ধা পরিবার নির্যাতন প্রতিরোধ সেল ও বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

৪। সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা শব্দসমূহ সংযোজন করে বীর মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।

৫। অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের প্লাটফর্ম মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে।

৬। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশপূর্বক ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নামে গুজব সৃষ্টি ও ঢাবি ভিসির বাসায় হামলাকারী এবং উসকানি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ সময় সারা বাংলাদেশ থেকে আগত প্রায় এক হাজার মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/জাহা
 

রাজধানী বিভাগের আরো খবর