সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিলায় আগুন

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

সিলেটের শাবির টিলায় আগুন। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ওই টিলায় হঠাৎ আগুন দেখতে পান দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ২০  থেকে ২৫ জন নিরাপত্তাকর্মী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাজী কালুর পার্শ্ববর্তী টিলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি । বিভিন্ন জন সেখানে যায়। এর মধ্যে কেউ সিগারেটের অবশিষ্টাংশ ফেলে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

শীতের শুষ্কতায় লতাপাতা সবই শুকিয়ে যাওয়ায় টিলায় অনেকাংশ জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগাছা ও কয়েকটি চারা গাছের গোড়া পুড়ে গেছে।


 

একুশে সংবাদ/আ.কা.জে/সা.আ
 

ক্যাম্পাস বিভাগের আরো খবর