সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে খুবি উপাচার্যের অভিনন্দন

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ৩০ নভেম্বর, ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. সাদেকা হালিম নিযুক্ত হওয়ায় তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রফেসর ড. সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য এবং জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর সদস্যসহ গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তাঁর মেধা, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে; যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিবৃতিতে উপাচার্য তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

 

একুশে সংবাদ/প.খ.প্র/জাহা

ক্যাম্পাস বিভাগের আরো খবর