সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসির নতুন ক্যাডেটদের শপথ গ্রহণ

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৪৭ পিএম, ২৫ জুলাই, ২০২৩

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্লাটুনের ২০২৩-২৪ ব্যাচের ক্যাডেটদের শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বিএনসিসি মূলত জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক এর মূলমন্ত্রে উদ্ধুদ্ধ একটি বাহিনী। সহ-শিক্ষামূলক এ সংগঠনটি সোহরাওয়ার্দী কলেজে কার্যক্রম শুরুর পর থেকেই সক্রিয়তার সাথে কাজ করে আসছে।

 

সোমবার সকালে ৯ টায় কলেজ প্রাঙ্গনে ২০২৩-২৪ ব্যাচের  ক্যাডারদের শপথ গ্রহণ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্লাটুনটির পিইউও অত্র কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাঈনুল ইসলাম।

 

প্রসঙ্গত, প্রতিবছরের ন্যায় এ বছরেও ভর্তি পরীক্ষার মাধ্যমে একদল শিক্ষার্থী নতুন ব্যাচে ক্যাডার হিসাবে ভর্তির সুযোগ পায়।

 

পরবর্তীতে গত ১ মার্চ ২০২৩ ইং তারিখ হতে নতুন ক্যাডারদের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয় এবং কঠিন পরিশ্রম ও বিভিন্ন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রত্যেকে নিজেদেরকে বিএনসিসি এর একজন যোগ্য ক্যাডেট হিসেবে গড়ে তুলেছেন বলে জানা যায়।

 

একুশেসংবাদ.কম/জা.হা/বিএস

ক্যাম্পাস বিভাগের আরো খবর