সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুর হলের দায়িত্ব ছাড়লেন অধ্যাপক কাফি

একুশে সংবাদ প্রকাশিত: ০১:২০ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্টের দায়িত্ব ছেড়েছেন হল প্রভোস্ট অধ্যাপক আব্দুল্লাহেল কাফি। অব্যহতি চেয়ে অধ্যাপক কাফির করা আবেদন গ্রহণপূর্বক বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। িবিশ্ববিদ্যালয়ের রেজিট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহেল কাফি কর্তৃক প্রভোস্ট পদ থেকে অব্যাহতি চাওয়ায় তাকে অব্যহতি প্রদান করা হয়েছে। সেই সাথে বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে ওই হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

 

অধ্যাপক আব্দুল্লাহেল কাফি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি নবনির্মিত ২২ নং হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

 

এ নিয়ে একাধিক পত্র-পত্রিকায় সংবাদের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে এ অব্যহতির আবেদন করেন বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ/এসএপি

ক্যাম্পাস বিভাগের আরো খবর