সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জবিতে ডিএইচপি‍‍’র আয়োজনে বিতর্ক কর্মশালা

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০২ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জব) ‍‍`ডিবেট হাউজ অব পাবলিক এডমিনিস্ট্রেশন‍‍` (ডিএইচপি) এর আয়োজনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১০১৫ নম্বর কক্ষে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এদিন সকাল সাড়ে ৯ টায় ডিবেট হাউজ অব পাবলিক এডমিনিস্ট্রেশন এর মডারেটর মাহবুবুল আলম হাদী স্বাগত বক্তব্য প্রদান করেন।

 

এরপর চারটি সেশনে প্রশিক্ষকরা বিভিন্ন বিষয়ে নবীন বিতার্কিকদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রথম সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিবেদিতা রয় বিতর্কের প্রাথমিক পরিচিতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।

 

দ্বিতীয় সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম মাহিম সংসদীয় বিতর্ক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। তৃতীয় সেশনে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা আতিক বিতর্ক ও ক্যারিয়ার সম্পর্ক প্রশিক্ষণ প্রদান করেন। চতুর্থ সেশনে ডিএচপির সাবেক সভাপতি মো. হাসিবুল আলম বিতর্ক ও সংগঠন চর্চা সম্পর্কে নবীনদের প্রশিক্ষণ দান করেন।

 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ জুনাইদ হাসান ইমন সহ ডিএচপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ দিন বেলা দেড়টায় প্রদর্শনী বিতর্কের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

একুশে সংবাদ.কম/রু.দে.না.প্রতি/বি.এস

ক্যাম্পাস বিভাগের আরো খবর