সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ২০২২’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২২ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ২০২২ এর তিনদিন ব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


"বৈশ্বিক সংহতি রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে স্বাধীনতার সুনিশ্চিতকরন"। কূটনৈতিক দক্ষতার বিকাশ, বিশেষ কোন ইস্যু নিয়ে সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন, বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও বিতর্কের মননশীলতার উথাপনের লক্ষ্যে এবারের সম্মেলনে অংশগ্রহন করেছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।


দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি এবারের সম্মেলনে অংশ গ্রহণ করেছে আয়ারল্যান্ড, কানাডা ও ডেনমার্ক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ২০২২ এর কৌশলগত অংশীদার বাংলাদেশ জাতিসংঘ।


ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক।


সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের সভাপতি মোঃ আশিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জাকিউজ্জামান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।


সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের তথ্য কেন্দ্রের প্রাক্তন যোগাযোগ কৌশলবিদ ও জাতীয় তথ্য অফিসার ডঃ মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের প্রাক্তন সভাপতি মোঃ মামুন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এবারের সম্মেলন ৮ই সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হয়, ৯ই সেপ্টেম্বর আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত, ১০ই সেপ্টেম্বর অংশগ্রহণকারী প্রতিনিধিরা দক্ষতার মাধ্যমে তাদের প্রদানকৃত সমস্যার সমাধান বের করেন।


একুশে সংবাদ /রাফি/বাবু/এসএপি/

ক্যাম্পাস বিভাগের আরো খবর