সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চবিতে দুই শিক্ষার্থী আজীবন বহিস্কার

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৩ জুলাই, ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার দুই ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিননারি কমিটির বিশেষ সভায় তাদের বহিষ্কার করা হয়।

বহিস্কৃতরা হচ্ছেন-ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিননারি কমিটির এক সদস্য বলেন, কোন অপরাধী আইনের উর্ধ্বে নয়। ঘটনার অপরাধীরা ক্ষমার অযোগ্য কাজ করেছে। তাই ঘটনার সাথে জড়িত দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে।

বাকি হাটহাজারী কলেজের দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা মিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে লিখিত আবেদন দেয়া হবে। পলাতক যারা রয়েছে তাদের মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে তাকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

একুশে সংবাদ/এসএস

ক্যাম্পাস বিভাগের আরো খবর