সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশের প্রথম আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প পরিদর্শন করলেন মৎস সচিব

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে দেশের প্রথম আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

 

তিনি বলেন, স্বল্প জায়গায় এই প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন অনেক সম্ভব। আর এই পদ্বতিতে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মাছ রপ্তানী করে বৈদেশিক মুদ্রা আয়ের পথ সুগম হবে।

 

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জে নবাব আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন।

 

এসময় তার সাথে ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহাবুবুল হক, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদদের পরিচালক ড. নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, আ.লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমীন ও নবাব আইপিআরএস এর স্বত্বাধীকারি মোঃ আকবর হোসেন।

 

একুশে সংবাদ/এসএপি/

কৃষি বিভাগের আরো খবর