সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শীতকালীন সবজিতে সয়লাব বরিশালের বাজার

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১১ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

মোঃ মোছাদ্দেক বিল্লাহ, বরিশাল: ভোরের আলো উঁকি দেওয়ার আগেই বরিশাল বহুমূখী পাইকারি বাজারে ভিড় করে নানা শ্রেণির ক্রেতারা। সকাল থেকেই এখানে চলে সবজির বেচাকেনা। মূলত মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে আসা শীতকালীন সবজিতে সয়লাব বরিশালের বাজার।

ক্রেতারা জানান, এই বাজার থেকে তারা ফুলকপি, শালগম, ম‚লা, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি কিনে থাকে। কয়েক দিন আগেও সবজির দাম আকাশছোঁয়া হলেও এখন কমতে শুরু করেছে সবজির দাম।

সবজির দাম কমার পেছনে কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান, এখন মধ্যস্বত্বভোগীদের আনাগোনা কমে এসেছে। প্রান্তিক চাষিরা নিজে এসে সবজি বিক্রি করায় তারাও ভালো দাম পাচ্ছে। আর এতে করে সবজির দামও হাতের নাগালে চলে এসেছে।

বরিশাল বহুমূখী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গণেশ চন্দ্র দত্ত বলেন, ১০-১৫ দিন পরে স্থানীয় চাষিরা সবজি নিয়ে বাজারে আসবে। তখন দাম আরও কমে যাবে।
বর্তমানে বরিশালের পাইকারি বাজারে ফুলকপি ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, পাতাকপি ১৫ থেকে ২৫ টাকা, মুলা ২৫ থেকে ৩০ টাকা, শিম এবং শালগম ৬৫ টাকা এবং কাঁচামরিচ ৯০ টাকা কেজিদরে বিক্রি করা হচ্ছে।

একুশে সংবাদ/আল-আমিন

কৃষি বিভাগের আরো খবর