সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোটালীপাড়ায় গমের রোগের প্রতিরোধে জনসচেতনতা বৈঠক

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০৭ পিএম, ৯ মার্চ, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি কর্মকর্তা নিটুল রায়ের নির্দেশনায় ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডের সহযোগীতায় গমের ব্লাষ্ট রোগের প্রতিরোধে জনসচেতনতা মূলক উঠান বৈঠক ও রেলি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার কদবাড়ী ব্লকে গম চাষী রথীন্দ্রনাথ গা‌ইনের বাড়ীতে বিকাল পাঁচটায়  দেবেন গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় রথীন্দ্রনাথ গাইনের বাড়ি থেকে একটি রেলি বের হয়ে কদমবাড়ী প্রধান শড়ক পর্যন্ত গিয়ে পুনরায় বাড়িতে এসে মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মুক্তা মন্ডল ও আরাফাত জামিল।

এছাড়া  উপস্থিত ছিলেন ছাত্র নেতা সুমীত অধিকারী, উপ সহকারী কৃষি অফিসার সুুধাংশু হালদার এবং স্থানিয় কৃষাণ/কৃষাণি বৃন্দ।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার এই শ্লোগান কে ফসলের ফলন বৃদ্ধি ও সুরক্ষার প্রচেষ্টায় গম চাষ প্রবন এলাকার গম চাষীদেরকে সচেতন করার লক্ষ্যে চাষীদেরকে এনে আমাদের এই বৈঠক করা।যাতে করে চাষিরা আমাদের পরামর্শ মোতাবেক পদক্ষেপ গ্রহন করে গমকে সুরক্ষা করে ফলন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় কোটালীপাড়ায় আবাদকৃত সকল ফসলের সুরক্ষার ক্ষেত্রে সকল মৌসুমেই এরকম পদক্ষেপ গ্রহন করা হয়।সকল চাষীরা আমাদের সেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের কৃষির উন্নয়নে বিপ্লব ঘটাতে পারে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।
অনুষ্ঠানটি আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোটালীপাড়া গোপালগঞ্জ।

একুশে সংবাদ / সুশা.ব / এস

কৃষি বিভাগের আরো খবর