সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চকরিয়ায় শৌচাগারে নারীর ভিডিও ধারনের অভিযোগে দোকান কর্মচারী আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৮ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি শৌচাগারে এক নারীর ভিডিও ধারণের অভিযোগে দোকানের কর্মচারীকে আটক করেছে থানা পুলিশ।

আটক রুহুল আমিন (২৪) চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের কর্মচারী।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভুক্তভোগীর স্বামী কল দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে 
চকরিয়া থানার পরিদর্শক আনোয়ার সাত্তার পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে।

চকরিয়া থানার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার শোরুম থেকে একজন লোক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার স্ত্রী জুতা কিনতে মার্কেটে গিয়েছিলেন। তার স্ত্রী জরুরি প্রয়োজনে শোরুমের শৌচাগারে যেতে চাইলে সেখানকার এক কর্মচারী টয়লেট পরিষ্কার করে দেওয়ার কথা বলে টয়লেটের ভেতরে একটি মোবাইল ফোনের ভিডিও অন করে রেখে আসেন। 

তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তার স্বামীকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ভিডিও ধারণকারী শোরুমের কর্মচারীকে তার মোবাইল ফোনসহ আটক করে রাখেন। তাৎক্ষণিক ভাবে বিষয়টি চকরিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে  শো-রুমের কর্মচারী অভিযুক্ত রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটক যুবককের বিরুদ্ধে  পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।


একুশে সংবাদ/এসএইচ/এএমটি

নারী ও শিশু বিভাগের আরো খবর