সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্যাট-প্যাড রেখে কমেন্ট্রি বক্সে কার্তিক

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ৩১ মে, ২০২৩

কমেন্ট্রি বক্স থেকে জাতীয় দলের আঙিনায় ফেরা দীনেশ কার্তিকের কামব্যাকের গল্প অনুপ্রাণিত করবে অনেককেই। এবার ফের সাময়িকভাবে ক্রিকেটের পাঠ চুকিয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় ফিরছেন দীনেশ কার্তিক। আসন্ন টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য দিতে শোনা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেটকিপার-ব্যাটারকে।

 

ভারত-অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্তিক ছাড়াও ধারাভাষ্যকারের ভূমিকা পালন করবেন ভারতের রবি শাস্ত্রী ও সুনীল গাভাসকর। অস্ট্রেলিয়া শিবিরের ম্য়াথিউ হেডেন, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার উপস্থিত থাকবেন কমেন্ট্রি বক্সে। এছাড়া ইংল্যান্ডের নাসের হুসেন ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে দেখা যাবে মাইক্রোফোন হাতে।

 

দীনেশ কার্তিক ২০২১-এর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন। সেবছর ভারতীয় দলের ইংল্যান্ড সফর চলাকালীন কার্তিককে ওয়েদার ম্যান হিসেবে ডাকা শুরু হয়ে যায়। কেননা, সেই সময় ম্যাচে বৃষ্টির প্রভাব ছিল যথেষ্ট। কার্তিক প্রতিদিন নিয়ম করে আবহাওয়ার আপডেট দিতেন ক্রিকেটপ্রেমীদের।

 

একুশে সংবাদ.কম/সম   
 

খেলাধুলা বিভাগের আরো খবর