সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টানা ষষ্ঠ জয়ে শীর্ষে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১ এপ্রিল, ২০২৩

টানা ষষ্ঠ জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ।

 

আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৬ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো লিজেন্ডস অব রূপগঞ্জ। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে গাজী। 

 

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।  পেসার আল আমিন হোসেনের বোলিং তোপে ১৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে গাজী।

 

শুরুর ধাক্কা সামলে দলকে লড়াইয়ে ফেরান ভারতের রবি তেজা ও মাহমুদুল হাসান। ৫৫ রানে আউট হন মাহমুদুল। সেঞ্চুরির দেখা পান তেজা। ৮টি চার ও ২টি ছক্কায় ১১১ বলে ১০৩ রান করেন তিনি। ৪৮ দশমিক ১ ওভারে ২৭৭ রানে গুটিয়ে যায় গাজী। ৫৭ রানে ৫ উইকেট নেন লিজেন্ডস অব রূপগঞ্জের আল-আমিন।

 

২৭৮ রানের টার্গেটে দুই ওপেনার বড় ইনিংস খেলতে না পারলেও, মিডল অর্ডারে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ১৪ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। সাব্বির রহমান ৭৪ বলে ৬৬, ইরফান শুক্কুর ৯৭ বলে অপরাজিত ৭৭ ও ভারতের চিরাগ জানি ৫২ বলে ৬৮ রান করেন।

 

দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে প্রাইম ব্যাংক। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট রূপগঞ্জের।

 

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেটে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ইয়াসির আলি ৮টি চার ও ৪টি ছক্কায় ৭১ বলে ৯৬ রান করেন। ৪৮ বলে ৫৩ রান করেন নাসির হোসেন। রূপগঞ্জের আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন।

 

৩৩৩ রানের টার্গেটে মোমিনুল হকের লড়াইয়ের পরও ৪০ দশমিক ৫ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন মোমিনুল।

একুশে সংবাদ/সম      

খেলাধুলা বিভাগের আরো খবর