সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ট্রফিতে চোখ কাবাডির দলপতি তুহিন তরফদারের

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১১ পিএম, ২০ মার্চ, ২০২৩

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে আজ সোমবার থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠল দলটি। গেল দুই আসরের ট্রফি জিতেছে লাল-সবুজরা।

 

এবারো ট্রফিতে চোখ রাখছেন স্বাগতিক দলপতি তুহিন তরফদার। বলেন, ‘বঙ্গবন্ধু কাপ আগের দুইটা আমরা ঘরে তুলেছি। তৃতীয়টা ঘরের তোলার পথে এগিয়ে গিয়েছি। বাংলাদেশের যে যেখান থেকে আমাদের খেলা দেখছেন সবাই দোয়া করবেন; যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হতে পারি এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’

 

আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে। এর মধ্যে ৩ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলার অধিনায়ক তুহিন তরফদার। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি ঝরেছে তুহিনের কণ্ঠে। একই সঙ্গে দলের সদস্যদেরও প্রশংসায় ভাসিয়েছেন। যেভাবে দল এগিয়ে চলছে, খেলোয়াড়রা পারফরম্যান্স করছেন- সেটা ফাইনালেও অব্যাহত থাকবে জানান তুহিন।

 

দলের দুই তরুণ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল এবং রোমান ইনজুরিতে। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েন তারা। পুরো সুস্থ না হয়েও আজ সেমিফাইনালে থাইদের বিপক্ষে খেলেছেন রাসেল, রোমান। ইনজুরি আক্রান্ত খেলোয়াড় এবং তাদের দুর্বল পারফরম্যান্সের কারণে আজ থাইল্যান্ডের বিপক্ষে শেষচারের ম্যাচে শুরুতে কিছুটা ঝামেলায় পড়তে হয়েছিল দলকে। এটা অবশ্য অস্বীকার করেননি তুহিন। বলেন, ‘আমাদের দুজন খেলোয়াড় ইনজুরিতে। তাদেরকে নিয়ে আজকের ম্যাচ সাজানো হয়েছে। তারা একটু দুর্বল পারফরম্যান্স করেছেন। পরিকল্পনা বাস্তবায়নে তাই একটু সময় লেগেছে আজকের ম্যাচে। তাছাড়া থাইল্যান্ড ভালো দল। তাদের বিরুদ্ধে গুছিয়ে নিতে একটু সময় লেগেছে।’ তবে ফাইনাল ম্যাচের আগে রাসেল, রোমানকে ফিট হিসেবে দলে পাবেন এবং তাদের দলে রেখেই পরিকল্পনা সাজাবেন বলে মন্তব্য তুহিনের।

 

বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে ওঠার মধ্য দিয়ে আসন্ন এশিয়ান গেমস এবং বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এটা দলের জন্য অনেক বড় অর্জন। এ ব্যাপারে তুহিন তরফদার বলেন, ‘আল্লাহর দরবারে শোকরিয়া আমরা ফাইনালে ওঠার মধ্য দিয়ে এশিয়ান গেমস ও বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। খুব ভালো লাগছে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বিশ্বকাপে কাবাডি দল থাকবে না- এটা বেমানান হয়ে যায়। আমরা এটা অর্জন করতে পেরে খুশি।’

 

ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? ম্যাচ শেষে সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে তুহিন তরফদার জানান, চাইনিজ তাইপেকেই আমরা সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখছি। আজ ওদেরও সেমিফাইনাল ম্যাচ আছে। ওই ম্যাচটা আমরা মাঠে বসে দেখব। ম্যাচ দেখে ওদের দুর্বল ও শক্তিশালী দিকগুলো চিহ্নিত করব। তারপর সেগুলো টিম মিটিংয়ে আলোচনা করে পরিকল্পনা সাজিয়ে ফাইনালে সেই অনুযায়ী মাঠে নামব।’

একুশে সংবাদ/সম 

খেলাধুলা বিভাগের আরো খবর