সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রংপুরের বোলিং ঝড়ে অল্পেই থেমে গেলো নাসিরের ঢাকা

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১৬ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

বিপিএলের মঞ্চে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। যেখানে খেলার প্রথম ইনিংস শেষে ব্যাকফুটে নাসিরের দল।মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জয়ে শুরু করেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক।

 

এমন ম্যাচে আগে ব্যাট করে খুব বড় সংগ্রহ পায়নি ঢাকা ডমিনেটর্স। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ ৮ উইকেটে ১৩০ রান।

 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথম ওভার থেকেই সাফল্যের আনন্দে মেতে ওঠে রংপুরের খেলোয়াড়রা, যা বজায় ছিল ইনিংস জুড়ে।

 

ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে সর্বোচ্চ ২৯ রান করেন আরিফুল হক। এছাড়া আব্দুল্লাহ আল মামুন ২৩, অ্যালেক্স ব্লেক ১৮ ও শরিফুল ইসলাম ১১ রান করেন। শেষদিকে আমির হামজার অপরাজিত ১৫ রানের ক্যামিওতে লড়াই করার মতো সংগ্রহ পায় ঢাকা।

 

ঢাকার আর কেউই দুই অংকের ঘরে রান করতে পারেননি। রংপুরের বোলারদের মাঝে আজমতউল্লাহ ওমরজাই দুটি এবং মাহেদী হাসান, হারিস রউফ, হাসান মাহমুদ ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট শিকার করেন।

 

একুশে সংবাদ/সম  

খেলাধুলা বিভাগের আরো খবর