সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টসে হেরে ব্যাটিংয়ে সিলেট

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২০ পিএম, ১০ জানুয়ারি, ২০২৩

বিপিএলের ঢাকার প্রথম পর্বের খেলার চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি নাসিরের ঢাকা। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন। ফলে মাশরাফি বিন মুর্তজার দল ব্যাটিংয়ে নামবে।

 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্স। খেলাটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

 

এবারের বিপিএলের আসরে অন্যতম চমক মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। আসরের তিন দিন টানা তিন ম্যাচেই শেষ হাসি হেসেছে তার দল।

 

আজ সন্ধ্যার ম্যাচ হওয়াতে রান উৎসবের সম্ভাবনাই দেখছেন সবাই। সেক্ষেত্রে সিলেটকে হারাতে হলে ঢাকার ব্যাটসম্যানদের নিতে হবে বড় দায়িত্ব।

 

এদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচই খেলেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। সেই ম্যাচে সহজ জয় পেয়েছে দলটি। নাসিরের নেতৃত্বে ঢাকাও উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামছে।

 

ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), দিলশান মুনাভিরা, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), আরিফুল হক, মুক্তার আলী, উসমান গণি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

 

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), জাকির হাসান, তৌহিদ হৃদয়, মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

 

 

একুশে সংবাদ/আ / সম
 

খেলাধুলা বিভাগের আরো খবর