সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৫ গোলের রোমাঞ্চে সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৫৬ এএম, ৩ ডিসেম্বর, ২০২২

জিতলেই বিশ্বকাপের শেষ ষোলোর টিকেট নিশ্চিত- সুইসদের সামনে সমীকরণ ছিল পরিষ্কার। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শুক্রবার রাতে ‘জি’ গ্রুপের শেষ রাউন্ডে তারা জিতল ৩-২ গোলে।

 

ব্রাজিল ও সুইজারল্যান্ডের সমান ৬ পয়েন্ট। গোল পার্থক্যে গ্রুপ সেরা দক্ষিণ আমেরিকার দেশটি। বিদায় নিয়েছে ক্যামেরুন (৪ পয়েন্ট) ও সার্বিয়া (১ পয়েন্ট)। প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত সুইজারল্যান্ড। 

 

ডাবল সেভ করে জাল অক্ষত রাখেন সার্বিয়ার গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। ব্রিল এমবোলোর শট ঠেকানোর পর গ্রানিত জাকার প্রচেষ্টা রুখে দেন তিনি।

একাদশ মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি সার্বিয়া। আন্দ্রিয়া জিভকোভিচের শট পোস্টে লাগে। ২০তম মিনিটে এগিয়ে যায় সুইসরা। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে রিকার্দো রদ্রিগেসের করা ক্রস ক্লিয়ার করতে পারেনি সার্বিয়া।

 

 জিব্রিল সো বল পেয়ে খুঁজে নেন জেরদান শাচিরিকে। সাবেক লিভারপুল মিডফিল্ডারের বাঁ পায়ের শটে বল সার্বিয়ার ডিফেন্ডার স্ত্রাহিনিয়া পাভলোভিচের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর