সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নেপালের সঙ্গে ড্র করেও ফাইনালে বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২ আগস্ট, ২০২২

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেও ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগের তিন ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। নেপালের সঙ্গে ড্র ফাইনালে ওঠার জন্য যথেষ্ট ছিল। সে কাজটাই করলেন পিয়াস আহমেদ নোভারা।

প্রথম তিন ম্যাচে জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে এমনিতেই ফাইনালের খুব কাছাকাছি বাংলাদেশ। আজ জিততে পারলে তো কথাই ছিলা না, ড্র করলেও ফাইনালে ওঠার কথা বাংলাদেশের। এমনকি হারলেও ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল। কারণ, প্রতিপক্ষ নেপাল আগের ম্যাচেই ভারতের কাছে ৮ গোল হজম করে বসে আছে।

এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে নেপালকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে প্রথম গোল দিয়ে এগিয়ে যায় তারা। যদিও পরে গোল হজম করে ম্যাচটি ড্র মেনেই মাঠ ছেড়েছে তারা। কিন্তু সে সঙ্গে ফাইনালও নিশ্চিত করে নিলো তারা।

খেলাধুলা বিভাগের আরো খবর