সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২০ পিএম, ৬ জুলাই, ২০২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে স্লো ওভার রেটের এই অপরাধে আইসিসির পক্ষ থেকে দলের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানা করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই জরিমানার অর্থ নির্ধারণ করেন। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শাস্তি মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

আইসিসির খেলোয়াড় আচরণবিধির আর্টিকেল নাম্বার ২.২২ এ বলা আছে কোনো দল নির্ধারিত সময়ের চেয়ে বোলিংয়ে বেশি ব্যায় করলে শাস্তির মুখোমুখি হতে হবে। সে ক্ষেত্রে প্রতি ওভার স্লো করার ফলে ম্যাচ ফির ২০ ভাগ করে জরিমানার অর্থ গুনতে হবে।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর