সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশের হারের রাতে সাকিবের বিশ্বরেকর্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪২ পিএম, ৪ জুলাই, ২০২২

ওয়েস্ট  ইন্ডিজ সফরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিবে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ।  দল হারলেও সাকিব আল হাসান রেকর্ড গড়েছেন। তিনি টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে তো ঢুকেছেন আগেই।

এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ২ হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের রাতে এই রেকর্ড গড়েন তিনি।
 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের এই অনন্য ডাবলের সবচেয়ে কাছাকাছি ছিলেন মোহাম্মদ হাফিজ—২৫১৪ রানের সঙ্গে ৬১টি উইকেট নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের ‘প্রফেসর’। এ বছরের শুরুতেই অবসর নিয়েছেন তিনি, ফলে সাকিবকে ছোঁয়ার প্রশ্নই উঠছে না।

 

 টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ৫০ উইকেটের ‘ডাবল’ আছে সাকিব ও হাফিজ ছাড়া ৫ জনের—কেভিন ও’ব্রায়েন, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী ও থিসারা পেরেরা। এদের মধ্যে আফ্রিদি, ব্রাভো ও পেরেরাও অবসর নিয়েছেন, ও’ব্রায়েন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে। এখন খেলছেন শুধু নবী, এ আফগানের রান ১৬২৮, উইকেট ৭৬টি।

এর আগে ১০০ উইকেট এবং ১ হাজার রানের ‘ডাবল’ গড়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও ছিলেন সাকিব। 

একুশে সংবাদ.কম/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর