সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আইপিএল ক্লান্তি, টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২১ মে, ২০২২

আইপিএলে টানা ক্রিকেটের মধ্যে থাকায় এখনই টেস্ট খেলতে চান না মোস্তাফিজুর রহমান। কিছুদিন বিশ্রাম নিয়ে লাল বলের ক্রিকেটে ফেরার ইচ্ছা এই বাঁহাতি পেসারের। শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেন।

জালাল ইউনুস বলেন, ‘তাকে আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার। যেহেতু আমাদের দুজন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভালো হয়। সে বলছে, যেহেতু সে অনেক দিন এই সংস্করণে নেই, তাই তার জন্য এখনই টেস্ট খেলা কঠিন। আর আপনারা কালকের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানতে পারবেন।’

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এই প্রধান আরও বলেন, ‘তার (মোস্তাফিজ) যুক্তি হলো, সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলেছে লম্বা একটা সময় চলে যাচ্ছে। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। যাই হোক, আমরা বলেছি তুমি আসো, দেখা যাক কী করা যায়।’ 

দ. আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে সেখান থেকে সরাসরি আইপিএল খেলতে ভারত গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এর পর থেকেই আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে আছেন তিনি। সব ঠিক থাকলে আগামী মাসের ৫ ও ৬ তারিখ বাংলাদেশ দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে বাংলাদেশ।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর