সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ড্র করলেই এশিয়ান গেমসে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১১ মে, ২০২২

এশিয়ান গেমস হকিতে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। হকির বাছাইপর্বের সেমিফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশ। বাকি আছে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। বৃহস্পতিবার সেই মিশনে বাংলাদেশ জাতীয় হকি দল খেলতে নামবে সিঙ্গাপুরের বিপক্ষে। 

খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। এই ম্যাচ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। জিতলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সেমিফাইনালে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

এবার বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়া ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ইমান গোবিনাথনের দল। দুই ম্যাচে ৬ পয়েন্ট পাওয়ার পর দুটি লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। এখন লক্ষ্য, এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ইন্দোনেশিয়া যাওয়া। সেখানে আছে এশিয়া কাপ।

শেষ ম্যাচে যদি বাংলাদেশ হারে এবং শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ার বিপক্ষে জেতে, তাহলে দুই দলের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে প্রথমে গোল ব্যবধান বিবেচনা করা হবে। সেটাও যদি সমান হয়, তবে হেড টু হেড জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর