সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নেতৃত্বের বিদায়ী ম্যাচের প্রস্তাব প্রত্যাখ্যান কোহলির

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৭ জানুয়ারি, ২০২২
ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ছেড়েছেন টি-টুয়েন্টির নেতৃত্ব। এরপর ওয়ানডে থেকে কোহলিকে সরিয়ে দেয় ভারতের ক্রিকেট বোর্ড। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ হারের পর শনিবার নিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি।

নেতৃত্ব ছাড়া নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন টেস্ট অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছিলেন কোহলি। বিসিসিআইয়ের সেই প্রস্তাবে না বলে দিয়েছেন। ভারতের গণমাধ্যমে খবর, বোর্ডের একজন কর্তাব্যক্তি ফোনে কোহলিকে ক্যারিয়ারের ১০০তম টেস্ট উদযাপন করাসহ বেঙ্গালুরুতে একটি বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তাবের কথা জানিয়েছিলেন।

সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেন ৯৯ টেস্ট খেলে ফেলা কোহলি। জানান, ‘এক ম্যাচ খেলে কোনোকিছু বদলে যাবে না। আমি এভাবে খেলার পাত্র নই।’

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর