সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিষেধাজ্ঞা থাকলে বিপিএলে দর্শক থাকবে না-সুজন

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৩ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

দরজায় কড়া নাড়ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মাঠে দর্শক নিয়েই বিপিএল শুরুর কথা ছিল। কিন্তু করোনা বেড়ে যাওয়াতে সরকারি নিষেধাজ্ঞার কারণে মাঠে দর্শক থাকছে না। আগামী ২২ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল। তার আগে আগামী ১৫ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাধীনতা কাপ তথা বিসিএল ফাইনাল শেষ হতেই শুরু হয়ে যাবে বিপিএলের উন্মাদনা।

করোনা ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার গত ১১ জানুয়ারী সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সব রকম সমাবেশ নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা বহাল থাকলে বিপিএলে মাঠে দর্শক সমাবেশ কী সম্ভব? সিলেটে স্বাধীনতা কাপ দেখতে গিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। 

তিনিও জানিয়েছেন, নিষেধাজ্ঞা বহাল থাকলে মাঠে দর্শক উপস্থিতি ঘটানো সম্ভব না।’একই বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন,‘সরকারি নির্দেশ ও নিষেধাজ্ঞা মেনে চলতেই হবে। তাই নিষেধাজ্ঞা বহাল থাকলে মাঠে দর্শক উপস্থিতি সম্ভব নয়। সরকারি নিষেধাজ্ঞায় যদি পরিবর্তন আসে, মানে নিষেধাজ্ঞা যদি উঠে যায়, তখনই কেবল মাঠে দর্শক আসতে পারবে।’

এছাড়া তিনি বলেন,‘এখনও ৭-৮ দিন সময় আছে। দেখা যাক এর মধ্যে নিষেধাজ্ঞায় কোন পরিবর্তন আসে কি না! পরিবর্তন আসলেই কেবল মাঠে দর্শক যেতে পারবেন, অন্যথায় নয়।’

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর