সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইংল্যান্ড-বাংলাদেশ: ১২৫ রানের টার্গেট

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৭ অক্টোবর, ২০২১

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ছন্নছাড়া ব্যাটিং। ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন,মাহমুদউল্লাহ রিয়াদ। সপ্তম ব্যাটসম্যান হিসেবে তাদের সঙ্গি হন অফ স্পিনার মেহেদি হাসন।

তবে টাইগারদের এই ব্যাটিং বিপর্যয়ের দিনে ১৯তম ওভারে রীতিমতো তাণ্ডব চালান বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

১৯তম ওভারে ইংলিশ  তারকা লেগ স্পিনার আদিল রশিদের ওভারে দুটি ছক্কা আর এক চার হাঁকিয়ে ওভারে সর্বোচ্চ ১৭ রান আদায় করে নেন নাসুম। শেষ দিকে তার ৯ বলের  অপরাজিত ১৯ রানের ঝড়ো ইনিংসে ৯ উইকেটে ১২৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।   

এদিকে তৃতীয় উইকেটে ব্যাট করতে আসা সাকিব আল হাসানও ব্যাট হাতে সুবিধা করতে পারলেন না। ক্রিসে ওকসের করা পাওয়ার প্লের শেষ ওভারে আদিল রশিদের হাতে ক্যাচ তুলে নিয়ে সাজঘরে ফেরেন সাকিব। ব্যক্তিগত খাতায় যোগ করতে পেরেছেন মাত্র ৪ রান। তবে ভালো শুরু পর এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন মুশফিক। ৩০ বলে ২৯ রান ফিরেন মুশফিক। 

অন্যদিকে রান আউট হয়ে ফিরেন আফিফ। সহজ ক্যাচ দিয়ে ফিরেন রিয়াদও।

একুশে সংবাদ/আল-আমিন

খেলাধুলা বিভাগের আরো খবর