সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টস জিতে পাপুয়াকে ফিল্ডংয়ে পাঠালো বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২১ অক্টোবর, ২০২১

প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও জয়ের বিকল্প নেই বাংলাদেশের দলের। পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথমপর্বের এই শেষ ম্যাচটি মাহমুদুল্লাহ বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আল আমেরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন লড়াইয়ে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রথমপর্বে প্রথম ম্যাচেই বড় ধরনের ধাক্কা খায় টাইগাররা। ৬ রানে হেরে বসে অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ডের কাছে। যে হার বাংলাদেশের সুপার টুয়েলভ অনেকটাই কঠিন করে দিয়েছিল।

তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফেরে মাহমুদউল্লাহ রিয়াদের দল। স্বাগতিক ওমানের প্রতিরোধ ভেঙে ২৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

আজ (বৃহস্পতিবার) ন্যুনতম ৩ রানে পাপুয়া নিউগিনির বিপক্ষে এই ম্যাচটি জিততে পারলেই সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।


একুশে সংবাদ/জা/তাশা

খেলাধুলা বিভাগের আরো খবর