সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকছেন শোয়েব মালিক

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২১

বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বর্তমান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।

এই স্কোয়াডকে কেন্দ্র করে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে বিশ্বকাপ দলে নিলেও, আরেক অভিজ্ঞ শোয়েব মালিককে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।কিন্তু শেষপর্যন্ত বিশ্বকাপ দলে ফিরছেন মালিক।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি ন্যাশলান টি-টোয়েন্টি কাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে কিছু পরিবর্তন আনছেন নির্বাচকরা।

পিসিবির সূত্রে জানানো হয়েছে, সাবেক অধিনায়ক শোয়েব মালিককে নেয়া হবে দলে। পাশাপাশি বাদ দেয়া হবে দুই মারমুখী ব্যাটসম্যান আজম খান ও শোয়েব মাকসুদকে। এছাড়া তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনেরও দলে থাকার সম্ভাবনা কম রয়েছে।

মঙ্গলবার রাতে অধিনায়ক বাবর আজমসহ ছয় নির্বাচককে নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। এই সূত্র জানিয়েছে, চলতি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলোয়াড়দের ভয়ডরহীন খেলতে বলেছিলেন নির্বাচকরা।

অথচ প্রথম পর্বের তিন ম্যাচে মাত্র ৩৫ রান করতে পেরেছেন আজম খান। শোয়েব মাকসুদ করেছেন ৪২ রান। অন্যদিকে দুই ম্যাচে ৪ উইকেট নিলেও ৮০ রান করেছেন মোহাম্মদ হাসনাইন। তাই তাদের জায়গা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।

একুশে সংবাদ/রাফি

খেলাধুলা বিভাগের আরো খবর