সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেষ ম্যাচে নেই মাহমুদুল্লাহও, নেতৃত্ব দেবেন লিটন

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৮ এএম, ১ এপ্রিল, ২০২১

নিউজিল্যান্ড সফরে হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছেনা বাংলাদেশ। তিন ওয়ানডের একটিও জয় পায়নি তামিম ইকবালের নেতৃত্বে। টি-টোয়েন্টিতে এসে অধিনায়ক বদলালেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারে টাইগাররা। তার উপর আবার শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারছেন না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যার ফলে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন বাঁ উরুর পেশিতে টান লাগায় মাহমুদুল্লাহ কে নিয়ে শঙ্কা জাগে শেষ ম্যাচ খেলা নিয়ে। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফিটনেস টেস্টে উৎরাতে পারেননি টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

তার বদলে দলকে নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। টি-টোয়েন্টিতে টাইগারদের সপ্তম অধিনায়ক হিসেবে নাম লেখাবেন লিটন।

মাহমুদউল্লাহ ছাড়াও এই ম্যাচেও খেলা হচ্ছে না দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। কেন না, গত দুই ম্যাচে তার খেলা হয়নি চোটের কারণে।

দলে আসতে পারে পারে আরও পরিবর্তন। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় খেলানো হতে পারে রুবেল হোসেনকে।

বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে তিন ফরম্যাটে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে ৩১টি হার হজম করেছে বাংলাদেশ। তবে কী ভাগ্য বদলাতে পারবেন লিটন দাস?

উল্লেখ্য, ২০০৯ সালের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ ও মুশফিক এই পঞ্চপাণ্ডবের বাইরে আর কেউ অধিনায়কত্ব করেনি। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পাঁচ ক্রিকেটারকে ছাড়া খেলবে বাংলাদেশ।


একুশে সংবাদ/আ/আ

খেলাধুলা বিভাগের আরো খবর