সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ৩১ মার্চ, ২০২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‌ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর মশাল প্রজ্জ্বলন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ। 

আজ বুধবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রাঙ্গনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজন ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মশাল প্রজ্জ্বলন করে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০  এর ‌মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

প্রজ্বলনেরপরে মশালটি সেনাবাহিনী প্রধান জাতীয় ফুটবল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ইলিয়াস হোসেন ও ভলিবল খেলোয়াড় জেসমিন পপি হাতে তুলে দেন। প্রচলিত প্রজ্বলিত মশালটি বিভিন্ন ক্রীড়াবিদের মাধ্যমে ঢাকা নিয়ে যাওয়া হবে।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে সেনাবাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুন সুর। 

এসময় উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নরুল আনোয়ার, ৮৮ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন, ১৪ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর হোসেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, ‌উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম সহ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ ।


একুশে সংবাদ / ব.জ / এস 

খেলাধুলা বিভাগের আরো খবর