সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্টইন্ডিজ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২২ জানুয়ারি, ২০২১

ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। ৫ রানের ব্যবধানে তাদের চার উইকেট তুলে নিয়েছে টাইগাররা। আগের ওভারে মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতের পর সাকিব আল হাসান বল হাতে নিয়েই পেয়েছেন উইকেট। সর্বশেষ কাইল মায়ার্স কোন রান না করেই রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে  জেসন মোহাম্মদের দল।

নিজের প্রথম ওভারের শেষ বলে আন্দ্রে ম্যাকক্যার্থিকে ৩ রানে বোল্ড করেন সাকিব। ১৫ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। জেসন মোহাম্মদের সঙ্গে ক্রিজে আছেন এনকেরুমা বোনার।

এর আগে সফরকারীদের দূর্গে জোড়া আঘাত হানেন মিরাজ। এক ওভারেই তিনি নেন দুই উইকেট।
দিনের শুরুতে প্রথম আঘাত হেনেছিলেন মুস্তফিজ। মাত্র ১০ রানেই ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভেঙ্গেছিলেন তিনি। দলীয় পঞ্চম ও নিজের তৃতীয় ওভারের শেষ বলে ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসের উইকেট শিকার করেন ফিজ। তার বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন উইন্ডিজ ওপেনার। ১৫ বলে মাত্র ৬ রান করেন অ্যামব্রিস।

সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ। 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিং বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

একুশে সংবাদ/য/আ

খেলাধুলা বিভাগের আরো খবর