সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজই সিরিজ নিশ্চত করতে চায় টাইগাররা

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৩ এএম, ২২ জানুয়ারি, ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আজ শুক্রবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ১১:৩০ মি. মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।


এরই মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে গত বুধবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। এ ছাড়া দলের অন্যতম তারকা সাকিব আল হাসানও আইসিসির নিষেধাজ্ঞা শেষে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। এবং ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দেওয়া শুরু করেন ওপেনার তামিম ইকবাল খাঁন। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদও এদিন দারুণ বোলিং করেন। সাকিব আর মাহমুদের বোলিং তোপে ৩২.২ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

লাল-সবুজের দলের হয়ে অধিনায়ক তামিম ইকবাল সর্বাধিক ৪৪ রানের উপর ভর করে জয়ের সহজ বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সফরকারীদের পক্ষে আকিল হোসেন তিনটি এবং জেসন মোহাম্মদ একটি উইকেট পান। ম্যাচসেরার পুরস্কার পান সাকিব আল হাসান।

এদিকে দলের এ সহজ জয়েও নির্ভার নয় স্বাগতিকরা। সাকিব আল হাসান মনে করেন, শেষ দুই ম্যাচে তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ।

আজই ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। এরপর সোমবার চট্টগ্রামে হোয়াইটওয়াশ করতে চায় প্রতিপক্ষকে। তাই বলে খুব বেশি পরিকল্পনা করার সুযোগ নেই।
নিজেদের খেলাটাই খেলে দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করে এগিয়ে যাওয়ার লক্ষ্য সাকিব, তামিমদের।

দু'দলের শেষ নয়বার মুখোমুখীতে আটটিতে জিতেছে বাংলাদেশ। আজ জিতলে ক্যারিবীয়দের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতবে টাইগাররা।

 

একুশে সংবাদ/য/আ

খেলাধুলা বিভাগের আরো খবর