সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শীতবস্ত্র বিতরণ নিয়ে হাদিসে যা বলা আছে

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০২ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২২

শীতকালে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সম্পর্কে শাহ আহসান উল্লাহ জামে মসজিদের খতিব মুফতি সাইদুজ্জামান নূর হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, ধনাঢ্য ব্যক্তি যারা ছিলেন, যাদের টাকা-পয়সা ছিল, আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাওয়াও নাই, আমি অনাবৃত ছিলাম তোমরা আমায় আবৃত করো নাই। অসুস্থ ছিলাম আমাকে তোমরা দেখতে যাও নাই।

 

এভাবে আল্লাহ বিভিন্ন কথা বলবেন। তখন জিজ্ঞেস করা হবে, ইয়া আল্লাহ আমরা জানি আপনি খাদ্য গ্রহণ করেন না, আপনি কীভাবে ক্ষুধার্ত ছিলেন? মহান আল্লাহ রাব্বুল আলামীন তখন বলবেন, তোমার বাড়ির পাশে একটা মানুষ অনাহারে ছিল, তার টাকা-পয়সা ছিল না, শীতের রাতে শীত বস্ত্র ছাড়া তারা ঘুমিয়ে পড়েছিল। যদি তুমি তাকে খাওয়াতে, তাহলে আমাকে খাওয়ানো হতো। তুমি যদি তাকে বস্ত্র দিতে তাহলে আমাকেই বস্ত্র দেয়া হতো। সে অসুস্থ ছিল, তাকে দেখতে যেতে, কিছু হাদিয়া দিতে সেটা আমাকেই দেখতে আসা হতো।

 

মুফতি সাইদুজ্জামান নূর আরও বলেন, আমাদের এই সমাজ, আমরা গরিবের ভেদাভেদ ভুলে যাই। শীতের সময় অসহায়দের সহযোগিতা করি।

একুশে সংবাদ/ সি.24/ রখ

ধর্মচিন্তা বিভাগের আরো খবর