সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভাতা প্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের ১ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৩ জুন, ২০২২
ছবি:একুশে সংবাদ

বৃহস্পতিবার (২৩শে জুন) বিয়াম ভবনের মাল্টিপারপাস হলে এই সম্মেলনের আয়োজন করে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরন প্রকল্প (২য় পর্যায়) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান (এম পি)।

 

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান শ্রী মনোরঞ্জন শীল গোপাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল সিআইপি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা শ্রীমতি রেখা রানী গুন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী সুভাষ চন্দ্র সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডাঃ দিলীপ কুমার ঘোষ।

উক্ত সম্মেলনের স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসআরএসসিপিএস প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী। 

এই সময় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন, ধর্মান্ধ না, ধর্ম প্রান মানুষ সৃষ্টির লক্ষ্যে পুরোহিতদের কাজ করতে হবে। সামাজিকতার সাথে ধর্মকে মিশিয়ে চলতে হবে। ধর্মকে নিজের ব্যবসার পুজি না করে, পুরোহিতদের সমাজের উন্নয়নে বড় ভূমিকা রাখার আহবান করেন তিনি।

 

 

একুশে সংবাদ /রাফি /বাবু/এস.আই



 

ধর্মচিন্তা বিভাগের আরো খবর