সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১১ এএম, ৩০ মার্চ, ২০২৪

দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরের অদুরে পালবোঝ এলাকায় ইমরান হোসেন সুমন নামে এক বাংলাদেশি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 

শুক্রবার (২৯ মার্চ) সকালে ১১টার দিকে কাস্টমারের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সুমন নামে এক বাংলাদেশী খুন হয়েছেন। 

স্থানীয় প্রবাসী বাংলাদেশি কামরুল আরিফ জানান, সকালে স্থানীয় এক কাস্টমার ক্যাশ আউট করতে সুমনের দোকানে আসে। মোবাইল নাম্বার না আনায় সুমন হাসি ঠাট্টা করে ঐ কাস্টমারের আইডি কার্ড ছুড়ে ফেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে কৃষ্ণাঙ্গ কাস্টমার বাহিরে থেকে সুমনকে দেখে নিবে বলে ডাকাডাকি করলে সুমন বাগলার খুলে বের হয়। সে মনে করেছিল তার পুর্ব পরিচিত কাস্টমার হয়তো কিছুই করবে না। কিন্তু সুমন কোন কিছু বুঝার আগে ঘাতক কাস্টমার ছুরি মেরে দেয় সুমনের বুকে। ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা সুমনকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত সুমন ফেনী জেলার দাগনভূঙ্গা উপজেলার জগৎপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। ২০২২ সালে দেশে গিয়ে বিয়ে করে আসেন। ইতিপূর্বে এক সন্তান পিতা হন তিনি। কিন্তু সেই সন্তানের মুখ দেখার সুযোগ হয়নি সুমনের। 

একুশে সংবাদ/এস কে

প্রবাস বিভাগের আরো খবর