সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কেরানীগঞ্জের অসুস্থ মালদ্বীপ প্রবাসী মীরজাহানকে বিমান টিকেট হস্তান্তর

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৩

মালদ্বীপে নির্মাণ কাজ করার সময় পায়ে গুরুতর আঘাত পাওয়া ঢাকার কেরানীগঞ্জের প্রবাসী বাংলাদেশি কর্মী মীরজাহান মিঞাকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি বিমান টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

 

বুধবার (১৮ জানুয়ারি) এ-সময় হাইকমিশনের প্রথম সচিব ও কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

এ-সময় বাংলাদেশ হাইকমিশনার: তিনি অসুস্থ প্রবাসী মীরজাহান মিঞা সহ মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সকল প্রবাসীদেরকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান, অসুস্থ প্রবাসীদের আশুরোগ মুক্তি কামনা করেন। এবং সকল প্রবাসীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার আহ্বান জানান।

 

উল্লেখ্য, অসুস্থ মীরজাহান মিঞা দীর্ঘদিন যাবত পায়ের সমস্যা নিয়ে মালদ্বীপের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং উন্নত চিকিৎসার উদ্দেশে আগামী ১৯ জানুয়ারি ২০২৩ তারিখে তিনি বাংলাদেশে ফিরে যাবেন।#WageEarnersWelfareBoard

 

একুশে সংবাদ/ও.ফা.প্রতি/এসএপি

প্রবাস বিভাগের আরো খবর