সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কেন্দ্রীয় মহিলা আ’লীগের নতুন কমিটি ঘোষণায় বৃটেন প্রবাসীদের অভিনন্দন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ৩০ নভেম্বর, ২০২২

গত ২৬ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক সফল সম্মেলন শেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় মহিলা আ’লীগের নতুন কমিটি ঘোষণা করেন।

 

এতে সভাপতি হিসাবে মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক হিসাবে শবনম জাহান শিলাকে নির্বাচিত করায় বৃটেন থেকে ‘জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদিরসহ অন্যান্য নেতৃবৃন্দ একযুক্ত বিবৃতিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

‘মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে আপনারা এগিয়ে যান আপন গতিতে, বাংলাদেশের উন্নয়নে’ এই আশাবাদ ব্যাক্ত করে অভিনন্দন বার্তায় জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি মকিস মনসুর বলেন, আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে পূনরায় ক্ষমতায় আনা সহ অপরাজনীতির শক্তিকে দাঁতভাঙা জবাব দিতে এবং  সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশে বিদেশে বসবাসকারী সকল মহিলা আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন ভ্যানগার্ড হিসাবে সংগঠনের কার্যক্রমকে বিশ্বব্যাপী বেগবান করার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও বাঙালির আস্থার প্রতীক “মাদার অব হিউম্যানিটি” শেখ হাসিনা’র  ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করায় হোক সকল মুজিব সৈনিকদের দীপ্ত শপথনামা।

 

একুশে সংবাদ/লি.ই.প্রতি/পলাশ

প্রবাস বিভাগের আরো খবর