সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রবাসী বন্দীদের বিচার দ্রুত সম্পন্ন করতে মালদ্বীপের প্রধান বিচারপতিকে অনুরোধ

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৪২ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২২

 

সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ দ্বীপ-রাষ্ট্রের মাননীয় প্রধান বিচারপতি জনাব আহমেদ মুতাসিম আদনান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এসময় দূতাবাসের প্রথম সচিব জনাব মোঃ সোহেল পারভেজ ও সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার জনাব ফয়সাল উপস্থিত ছিলেন।

 

সক্ষাতকালে মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ পর্যায়ে ভিজিট ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

 

বাংলাদেশ রাষ্ট্রদূতের পক্ষ হতে মালদ্বীপে আটক ও বিচারাধীন বাংলাদেশীদের বিচার কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার বিষয়ে অনুরোধ জানানো হয়। এছাড়া বিচারাধীন ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ করা হয়।

 

একুশে সংবাদ.কম/ও.অ.জা.হা

সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ দ্বীপ-রাষ্ট্রের মাননীয় প্রধান বিচারপতি জনাব আহমেদ মুতাসিম আদনান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এসময় দূতাবাসের প্রথম সচিব জনাব মোঃ সোহেল পারভেজ ও সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার জনাব ফয়সাল উপস্থিত ছিলেন।

 

সক্ষাতকালে মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ পর্যায়ে ভিজিট ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

 

বাংলাদেশ রাষ্ট্রদূতের পক্ষ হতে মালদ্বীপে আটক ও বিচারাধীন বাংলাদেশীদের বিচার কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার বিষয়ে অনুরোধ জানানো হয়। এছাড়া বিচারাধীন ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ করা হয়।

 

একুশে সংবাদ.কম/ও.অ.জা.হা

প্রবাস বিভাগের আরো খবর