সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বৃটেনের ওয়েলসে আ‍‍`লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৮ জুন, ২০২২

 

 

 

ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২৭ শে জুন কাডিফের সেন্টারে এক আলোচনা সভা, নৈশভোজ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, জননেতা মোহাম্মদ ফিরোজ আহমদ এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক,  এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের  সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের  সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল,  যুগ্ম সাধারন  সম্পাদক গোলাম মর্তুজা , সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, কাডিফ কাউন্টি কাউন্সিলার সালেহ আহমদ, সাবেক ছাত্রনেতা মাহতাব আহমেদ সাচ্চু, ওয়েলস  কৃষক লীগের সভাপতি  শেখ  মোহাম্মদ আনোয়ার,  জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে ওয়েলসের সভাপতি আলহাজ্ব আসাদ মিয়া।

 

ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য  মোহাম্মদ ফিরোজ তার বক্তব্যে বলেন, পুরান ঢাকার বিখ্যাত রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন বাংলার মানুষের মুক্তি আর অধিকার আদায়ের জন্য গঠিত উপমহাদেশের প্রাচীণতম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক  দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়েই রোপিত হয়েছিল বাঙালীর হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা সংগ্রামের বীজ।

 

আজ ২৩ জুন সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রারম্ভে যুক্ত হচ্ছে নতুন এক  মাইলফলক, মহা ধুমধামে উদ্বোধন হয়েছে  দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। এজন্য মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

 

ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর  বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বজ্রকণ্ঠে উচ্চারিত- “সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না'- এই চিরপ্রেরণার বাণীতে উজ্জীবিত হয়ে আমরা প্রমাণ করেছি আমাদের নিজস্ব সক্ষমতা।

 

পদ্মাসেতু আজ আর কল্পনা নয়, প্রচণ্ড বাস্তব। আর এই মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে শুধুমাত্র মাদার অব হিউম্যানিটি' বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা সাহসিকতা, দূরদর্শিতা,কঠোর সংকল্প, ও দৃঢ়তার ফলে এই পদ্মা সেতু নির্মাণে সমগ্র বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমি পারি, আমরা পারি, বাঙালি পারে  বাংলাদেশ পারে তার জলন্ত প্রমাণ আজকের পদ্মা সেতু।

 

ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালিক বলেন বিশ্বকে অবাক করে বাঙালির স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হওয়ায় এদেশের মানুষ আজ মহাখুশি; সারা দেশ উৎসবে মেতেছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আনন্দের যেন শেষ নেই। নিত্য দিনের কষ্ট ও দুর্ভোগ থেকে তারা রক্ষা পেয়েছে। এছাড়া সুন্দরবন, কুয়াকাটা, মংলা ও টুঙ্গিপাড়াসহ এ অঞ্চলের প্রতিটি জেলায় যাতায়াতে দেশবাসীর সময় ও ব্যয় সাস্রয়সহ ভ্রমণ সহজতর হয়েছে।

 

অনুষ্ঠানে  মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও  অভিনন্দন জানিয়ে অন্যান্য সকল বক্তারা বলেছেন ,পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি আমাদের উন্নয়ন, অহংকারের প্রতীক। আত্মমর্যাদা, আত্মপরিচয়, স্বপ্নের সেতু আজ দৃশ্যমান, বঙ্গবন্ধু কন্যার অদম্য সাহসিকতার অবদান, জয়তু দেশরত্ন শেখ হাসিনা, যার সততা, সাহসিকতা, দূরদর্শিতায় ও দৃঢ়তার ফলে বাঙ্গালীর  আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও বিজয়ের গর্বের প্রতীক দীর্ঘতম পদ্মা সেতুতে আজ বাস্তবে পরিণত হওয়ায় বিশ্বময় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং জাতির আস্থাকে ত্বরান্বিত করেছে।

 

নিজেদের টাকায় পদ্মা সেতু করার মাধ্যমে বিদেশি নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে কোনো কাজ করা সম্ভব সেটাও বাংলাদেশ প্রমাণ করেছে। যারা মনে করেন বিদেশিদের ছাড়া চলে না নিজেদের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা তাদেরকে দেখিয়ে দিয়েছেন।

 

নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের ফলে সারা বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর একটি সাহসী সিদ্ধান্ত তাকে একজন আত্মবিশ্বাসী, দৃঢ়প্রতিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্ব স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, ক্রমাগত জিডিপি প্রবৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই সেতুর জন্য প্রধানমন্ত্রী যে ত্যাগ স্বীকার করেছেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সাফল্য সেই ত্যাগকে যৌক্তিক করে তুলেছে বলে সবাই অভিমত ব্যাক্ত করেছেন।।

 

একুশে সংবাদ.কম/ব.ম.জা.হা

প্রবাস বিভাগের আরো খবর