সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশিদের কৃষি গবেষণায় জন্য বৃত্তি প্রদানের প্রস্তাব চীনের

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫০ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২১

বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদেরকে বৃত্তি প্রদানের প্রস্তাব করেছে চীনের ইউনান প্রদেশের ইউনান কৃষি বিজ্ঞান একাডেমি পরিচালক ড. লিও ইয়ানজি ।

স্থানীয় সময় শুক্রবার ড. লিও ইয়ানজির নেতৃত্বে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তার একটি প্রতিনিধি দল কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎকালে বৃত্তি প্রদানের বিষয়টি নিয়ে প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে ড. লিও ইয়ানজি তাদের নতুন উদ্ভাবিত কৃষি উপকরণ, কৃষি যন্ত্রপাতি, কৃষিবিষয়ক গবেষণা, উন্নত বীজ, সার ও কীটনাশকসহ বিভিন্ন বিষয়ে কনসাল জেনারেলকে অবহিত করেন।

এসময় ড. লিও বলেন, ‘উভয়দেশ কৃষিবিষয়ক গবেষণায় যৌথভাবে কাজ করতে পারে।এতে উভয় দেশই উপকৃত হতে পারে বলেও জানান তিনি।

ড. লিও কৃষি বিষয়ে তার প্রতিষ্ঠানের অত্যাধুনিক আবিষ্কারের বর্ণনা দেন এবং বাংলাদেশের অধিক সংখ্যক কৃষি বিজ্ঞানীকে তার প্রতিষ্ঠানের বৃত্তি প্রদানের প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল-এ পরিণত হয়েছে। কৃষি ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।’

প্রবাস বিভাগের আরো খবর