সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কবিতা

নির্বাচনী সংলাপ....

প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৭ অক্টোবর, ২০২০

নির্বাচনী সংলাপ...
হাফসা ইসলাম

ভেবেছি এবার ভোট দিবো না
কারো কিছু যায় আসেনা
একটা ভোট না হয় গেলো খালি
কার কি যায় কে তার মালী;

কে বলেছে ভোট না দিলে
কিছুই হবেনা? 
একটা ভোট কম পরবে
যাকে দিতে চাও তার কাজে লাগবে...।

আচ্ছা মনে করো ভোট দিলাম
ভোট দিয়ে আমি কি পেলাম?
আমার গাঁয়ের রাস্তা ভাঙ্গা ছিলো
কেউ কি তা মেরামত করলো,
বিজলি, পানি, গ্যাস সব কিছু নিয়ে সংঘর্ষ 
পাইনা গো দেখা নেতাদের স্পর্শ,
ভোট শেষ নেতাও দেখায় বেশ
বাড়ির রাস্তা ভাঙ্গাচুরা
না যায় হাতি না যায় ঘোড়া, 
অফিস আদালতে মামলা নিয়ে
টাকায় শুধু কথা বলে,
অট্টালিকা বানায় যারা
গরিবের রক্ত চুষে তারা,
তারা দিবে এখন প্রতিশ্রুতি
ভোটের পরে তাদের ঐ একই পরিনতি...।

ভোটের সময় ভাইয়েরা আমার
নেতারা গড়বে সম্পদের পাহাড়
সাধারণ জনগনের জুটবেনা পেটের আহার,
আমি ভেবেছি দিবোই না ভোট
না দিলে হবে এবার লুট,
কি করবো ভেবে না পাই উপায়
তাই চিন্তা করে দিবো ভোট নৌকায়,
শেখের বেটি দেখি কি করে
এবার তাকে ভোট দিয়ে তুলবো উপরে....।

জিততে হবে এবার নৌকা
সবাই মিলে করতে হবে রক্ষা
সব নেতারা এমন নয়
যারা এমন শুধু তাদের ভয়
করতে হবে নৌকার জয়,
ঐক্যবদ্ধ হয়ে সবাই এই স্লোগান বলো
উন্নয়ন ও অগ্রগতির অব্যাহত রাখতে
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে
নৌকায় এবার দিবো ভোট
মুক্তিযুদ্ধের পক্ষে হোক
জয় বাংলা জয় বঙ্গবন্ধু......।

একুশে সংবাদ/এআরএম

প্রবাস বিভাগের আরো খবর