সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্যাংক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দুষলেন জি এম কাদের

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৪ পিএম, ৭ এপ্রিল, ২০২৪

সুশাসনের অভাব ও জবাবদিহিতা না থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল সেক্টরের দায়িত্বশীলদের উদাসীনতায় পাহাড়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (৭ এপ্রিল) দুপুরে ৭ দিনের সরকারি সফরে রংপুরের সার্কিট হাউজে গার্ড অফ অনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের হামলা নতুন কিছু নয়। এর আগেও হয়েছে, সেটি আবার সমাধানও হয়েছে। কিন্তু এবারের ঘটনা একেবারেই আলাদা। ব্যাংক ডাকাতি, অপহরণ ও খুনসহ বেশ কিছু ঘটনা ঘটেছে। এতে সরকারের গোয়েন্দা বাহিনী ব্যর্থ হয়েছে। এর দায় সরকারকে নিতে হবে।

এসময় তিনি আরও বলেন, পাহাড়ে এত নিরাপত্তা বেষ্টনী থাকার পরও দীর্ঘসময় ধরে ব্যাংক ডাকাতির মত ঘটনায় প্রশাসনের উদাসীনতা রয়েছে। বাহিনীর সদস্যদের শুধু জাঁকজমক করলে হবে না, তাদের জবাবদিহিতায় আনতে হবে।

অন্যথায় আরও বড় কোন ঘটনায় হিমশিম খেতে হবে সরকারকে। এসময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এস ইয়াসিরসহ কেন্দ্রীয় ও স্থানীয়  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

 

রাজনীতি বিভাগের আরো খবর