সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ: কাদের

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২৬ পিএম, ১০ মার্চ, ২০২৪

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকালের স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এই নির্বাচনে আবার প্রমাণিত শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ।

ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনের পর বিএনপির মুখে, এ নিয়ে আর কোনো কথার যৌক্তিকতা থাকে না। বর্তমান রাজনৈতিক বাস্তবতার সাথে বিএনপির কোনো যোগসূত্র নেই। এই নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ।

তিনি বলেন, এমন অবাধ নির্বাচনের পরও নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার কোনো যৌক্তিকতা থাকে না। অনেক জায়গায় বিএনপি নেতারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন।

এ সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একই সময়ে সিঙ্গাপুরে থাকলেও বিএনপি মহাসচিব ও পিটার হাস কারও সঙ্গেই দেখা হয়নি।

তিনি বলেন, যতদিন শেখ হাসিনার হাতে আছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রয যে মন্তব্য করেছে তার সাথে ইউরোপীয় ইউনিয়ন কিছুটা সুর মিলিয়েছে জানিয়ে তিনি বলেন, এখন বিশ্বনেতারা কী বলছেন, তা দেখতে হবে।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

রাজনীতি বিভাগের আরো খবর