সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চতুর্মুখী চাপ ও অস্তিত্ব টিকিয়ে রাখতে ভোটে জাপা: জি এম কাদের

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৮ পিএম, ৫ জানুয়ারি, ২০২৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে হলেও ভোটের ফল পাল্টে দেয়ার আশঙ্কা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, চতুর্মুখী চাপ ও দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভোটে অংশ নিয়েছে জাপা।

শুক্রবার (৫ জানুয়ারি) রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, জাপা ভোটে না আসলে আওয়ামী তাদের এ ও বি টিম দিয়ে নির্বাচন করে ফেলতো।

তিনি বলেন, রংপুর ছাড়া কোথাও নির্বাচন নিয়ে সন্তোষজনক পরিবেশ নেই। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির ১১ প্রার্থী। তাদের অভিযোগ, কৌশলে আসন বাড়িয়ে তাদের বিপদে ফেলা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

মঙ্গলবার সরে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আবদুল মান্নান তালুকদার, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের শংকর পাল, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাহবুব আলম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জহিরুল ইসলাম ও গাজীপুর-৪ (কাপাসিয়া) সামসুদ্দিন খান।

এর আগে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের প্রার্থী আলাউদ্দিন মৃধা, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাকির হোসেন ও নারায়ণগঞ্জ-৪ আসনের ছালাউদ্দিন খোকা মোল্লা।


একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
 

রাজনীতি বিভাগের আরো খবর