সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুক্তিযুদ্ধ মঞ্চের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৩

স্বাধীনতার চেতনা বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধ প্রজন্মের সকল স্তরের মানুষ একত্রিত করার লক্ষ্যে গঠিত হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ সংগঠনটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটিকে কেন্দ্র করে নানান কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চের নেতারা ধানমন্ডি ৩২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, সহ-সভাপতি গাজী ওমর ফারুক, সাজু সরকার, নাজনীন আলম, দপ্তর সম্পাদক মুহাম্মদ নুর আলম সরদার, ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল খান, মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানার সভাপতি জয়নুল আবেদীন জনি সহ অনেকে। 

সংগঠনটি ২০২৪ নির্বাচনকে ঘিরে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ সব সময় মাঠে রয়েছি। যে কোন ষড়যন্ত্র রুখে দিতে আমার ঐক্যবদ্ধ। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর বিরুদ্ধে যারা কথা বলবে তারা দেশপ্রেমিক নয়। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে প্রধানমন্ত্রীর বিকল্প কেউ নেই। 
 

একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ

রাজনীতি বিভাগের আরো খবর