সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

যুবদল নেতা ইসহাকসহ নয়জনের ৩ বছরের কারাদণ্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ৭ নভেম্বর, ২০২৩

যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ নয়জনের ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর পাশাপাশি  আসামিদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ছয় মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালত-১-এর বিচারক আশেক ইমাম এ রায় দেন।

আসামিরা হলেন- ইসহাক সরকার, আরমান, আনোয়ার হোসেন রকি, আব্দুর রাজ্জাক মিন্টু, অ্যাডভোকেট রাশেদ, পারভেজ, সোহেল, নাদের। এ ছাড়া রায়ে সাতজনকে খালাস দেওয়া হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন- জহিরুল প্রামাণিক রাজু হায়দার, জুয়েল আলম আরিফ হোসেন রাজীব খন্দকার ওরফে শরীফ, দিপু ও সাখাওয়াত হোসেন ওরফে আলাল।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইয়াকুব সরকার ৮ মাস ধরে কারাগারে আছেন। অপর আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, আসামিরা ২০১৩ সালের ২৭ মে বিকেলে রাজধানীর সিদ্দিকবাজারে রাস্তায় বিক্ষোভ মিছিল করে গাড়ি ভাঙচুর ও বোমার বিস্ফোরণ ঘটান।

এ ঘটনায় বংশাল থানার এসআই বাদী হয়ে দ্রুত বিচার আইনে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ওই বছরেই ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। ২০১৪ সালের ৭ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

রাজনীতি বিভাগের আরো খবর