সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দুই আসনে উপনির্বাচন : আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৪১ পিএম, ৩ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ২৭৬ লক্ষ্মীপুর-৩ আসনের উপ- নির্বাচনের জন‌্য আওয়ামী লী‌গের দলীয় ম‌নোনয়ন ফরম বি‌ক্রি শুক্রবার থে‌কে শুরু হ‌য়ে চল‌বে র‌বিবার পর্যন্ত।

 

দপ্তর সূ‌ত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি) শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দি‌তে পার‌বে।

 

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞিপ্ততে এ তথ্য জানানো হয়ে‌ছে৷

 

দলীয় নি‌র্দেশনানুসা‌রে সংশ্লিষ্ট নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন প্রত্যাশীদের কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

 

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং নি‌র্দিষ্ট সম‌য়ের মধ্যে মনোনয়ন ফরম জমাদি‌তে হবে।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

রাজনীতি বিভাগের আরো খবর