সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘মুক্তিযোদ্ধার মোড়কে পাকিস্তানি এজেন্ট ছিলেন জিয়াউর রহমান’

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৪ আগস্ট, ২০২৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান ছিলেন মুক্তিযোদ্ধার মোড়কে পাকিস্তানি এজেন্ট। যে কারণে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। এখন দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্যে বিএনপির নেতারা জঘন্য মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম ইতিহাস বিকৃত করছেন।

 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

 

হানিফ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটিয়েছিল স্বাধীনতাবিরোধীরা। এদের অভিভাবকরাই ’৭৫ এর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল। 

 

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এ হামলা ছিল সুপরিকল্পিত। 

 

আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, আইভি রহমান ছিলেন গণমানুষের নেত্রী। ২১ আগস্ট হত্যাকাণ্ডের নির্দেশদাতারা এখনো দেশবিরোধী চক্রান্ত করে যাচ্ছে। 

 

একুশে সংবাদ/সা.স.প্র/জাহা

রাজনীতি বিভাগের আরো খবর