সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হিরো আলমের অভিযোগে যা বললেন রিজভী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫০ পিএম, ৭ আগস্ট, ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগে বিস্মিত হয়েছেন।

 

রিজভী বলেছেন, ‘আমি তো তার পক্ষে ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কথা বলেছি। অভিযোগটিই মিথ্যা।’

 

রোববার (৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘২০-২৪ দিন আগে রাজশাহীতে দলীয় একটি কর্মসূচিতে বলেছিলাম, হিরো আলমের মতো একটা নিরীই ছেলেকে আওয়ামী সন্ত্রাসীরা আঘাত করল। কেন? তিনি আওয়ামী লীগের প্রার্থী আরাফাতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখন ঐ বক্তব্যকে হঠাৎ ভিন্নভাবে রঙ দেওয়ার জন্য এ অভিযোগ আনা হয়েছে। উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই, আন্দোলন থেকে জনদৃষ্টি ফেরানো। আমি মনে করি, এসব করে কোনো লাভ হবে না।’

 

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, সরকারের এজেন্সিগুলো ডেকে এনে এসব কাজ করাচ্ছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে। সুতরাং সুরকারের নির্দেশনায় আরো মামলা হলে তাতে আমরা ভীত নই।’

 

এদিকে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আইনি সহযোগিতা চাইতে রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান হিরো আলম।

 

একুশে সংবাদ/স/এসএপি

রাজনীতি বিভাগের আরো খবর