সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত করছে বিএনপি-জামায়াত: ইনু

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১০ পিএম, ২৩ মার্চ, ২০২৩

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বানচাল, সংবিধান বদল এবং অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত করছে বিএনপি জামায়াত জোট।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে স্বাধীন বাংলার আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের ঐতিহাসিক পটভূমি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন।

 

অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী ও বি এল এফ প্রশিক্ষক বীরমুক্তিযোদ্ধা হাসানুজ্জামান মনি, সংগঠনের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, আফরোজা হক রিনা এমপিসহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

হাসানুল হক ইনু বলেন, দেশের সংবিধান রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত ও পুনরুদ্ধার করা এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে যে কোন মূল্যে যথা সময়ে নির্বাচন করা দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মূল দায়িত্ব।

 

পরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের ওপর নির্মিত টেরাকোটা শিল্পকর্মের উদ্বোধন করেন জাসদ নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এসএপি

রাজনীতি বিভাগের আরো খবর